আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তা করো মফিজ-১



গরুরা জেনারেলি ঘাস খায়; তবে যে ধারায় উজাড় হচ্ছে ঘাস ও তৎপ্রজাতি, একদিন এই ঘাস খাওয়াটা অবিশ্বাস্য অতীত হয়ে যাবে। তখন তারা 'কী খায়' গবেষণা হলে জানা হয়তো যাবে, তার জাবর কাটার সময় সময় মুখ থেকে স্লিপ খেয়ে পড়ে যাওয়া হাড় বিশ্লেষণে--- মানুষ। এই আশঙ্কাটা একজন সাইন্স ফিকশনিস্টের। কিন্তু মফিজ, জেনে রেখো গরুরা এখনই খাচ্ছে মানুষ জাস্ট, জাবর কাটার সময় সিনসিয়ার থাকে বলে স্লিপ খায় না কোনো হাড়। আসলে মফিজ তুমি গরু চেনো না, চেনো মানুষ... আর শুধু মাঝেমধ্যে হাওয়া হয়ে গেলে আমাদের চিরচেনা মানুষেরা, তুমি খুব অবাক হয়ে যাও আর তুমি মফিজ চিন্তা করো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।