আমাদের কথা খুঁজে নিন

   

উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে তিনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র টেলিফোনে রয়টার্সকে বলেন, “সকালে দুই দফা এবং বিকালে একবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।”
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক রয়েছে তারা।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নজরে এসেছে জাপানি  কর্তৃপক্ষেরও।
জাপানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে কিয়োডো বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটি তাদের জলসীমায় পৌঁছায়নি।
গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয় দফায় পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্কের চরম অবনতি ঘটে। কোরীয় উপদ্বীপে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় গত মাসে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করে জাতিসংঘ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.