আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া নিয়ে উত্তেজনার মধ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আগে থেকে কোনো কিছু না জানিয়ে মঙ্গলবার ইসরায়েল অকস্মাৎ এ পরীক্ষা চালায়।
রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা প্রথম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়ে বলেন, ভূমধ্যসাগরে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। রাশিয়ার রাডারে তা ধরা পড়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগাম সনাক্তকরণ রাডার ‘আরমাভিরে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি ধরা পড়েছে। এগুলো উপকূলে নয় বরং সাগরের পানিতে পড়েছে।


পরবর্তীতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, পেন্টাগনের বাহিনীর সঙ্গে তারা স্প্যারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
ইসরায়েল তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে নিয়মিতই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পরীক্ষা চালিয়ে থাকে বলে ওয়াশিংটনে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এ সময়টা উপযুক্ত কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামরিক দক্ষতা ধরে রাখতে ইসরায়েলকে কাজ করে যেতে হয়। আর তা করতে গেলে মাঠ পর্যায়ে মহড়া দেয়ার প্রয়োজন পড়ে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার ম্যে দিয়ে এরকমই একটি সফল মহড়া চালানো হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.