ভুমিকম্প বিধস্ত হাইতিতে পানি বহনে এখন ব্যবহৃত হচ্ছে হিপ্পো ওয়াটার রোলার। জানা গেছে, এই ওয়াটার রোলারে ৯০ লিটার পর্যন্ত পানি বহন করা যায়। ওয়াটার রোলারটি উদ্ভাবন করেছেন দক্ষিণ আফ্রিকার গবেষক গ্র্যান্ট গিবস। খবর সিএনএন-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ভূমিকম্পে বিধস্ত হাইতিতে পানি স্থানান্তর একটি বড়ো সমস্যা। এ সমস্যা সমাধানে গিবস ওয়াটার রোলার পদ্ধতিটি উদ্ভাবন করেন।
জানা গেছে, এ ওয়াটার রোলারে থাকে প্লাস্টিকের তৈরি পানির একটি বড়ো ব্যারেল এবং এর সঙ্গে লাগানো থাকে একটি হ্যান্ডেল। পানির উৎস থেকে ব্যারেল ভর্তি করে হ্যান্ডেল ধরে গড়িয়ে গড়িয়ে আনা হয় এ ওয়াটার রোলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।