আমাদের কথা খুঁজে নিন

   

শচীনকে ছাড়িয়ে ধোনি



দারুণ সুসময় চলছে মহেন্দ্র সিং ধোনির। এইতো সপ্তাহখানেক আগে বিয়ে করেছেন শৈশবের বন্ধুকে। তারপর মধুচন্দ্রিমা শেষ না হতেই একটি ক্রীড়া বিপণন সংস্থার সঙ্গে ২০০ কোটি রুপির চুক্তি করেছেন। ভারতের অধিনায়ক ধোনি অবশ্য শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দেশটির সবচেয়ে ধনী ক্রিকেটার হয়েছেন আগেই। এবার চুক্তির অঙ্কেও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি রান সংগ্রাহক শচীনকে পেছনে ফেললেন ধোনি।

২০০৬ সালে একটি ক্রীড়া বিপণন প্রতিষ্ঠানের সঙ্গে তিন বছরের চুক্তি করে শচীন পেয়েছিলেন ১.৮ বিলিয়ন রুপি। ধোনি দুই বছরের চুক্তিতে পাচ্ছেন ২ বিলিয়ন রুপি। ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে ধোনি গতবছর আয় করেছেন ১০ মিলিয়ন ডলার। তার মধ্যে ৮ মিলিয়ন ডলার এসেছে বিভিন্ন বিপণন চুক্তি থেকে। গতবছর আয়ের দিক থেকে ক্রিকেটারদের মধ্যে তিনিই ছিলেন শীর্ষে।

আগামী বছর উপমহাদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। সেখানে তারকা মূল্যে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তাই বিজ্ঞাপনদাতারাও ছুটছেন ২৯ বছর বয়সী এই তারকার দিকে। আপাতত দলবল নিয়ে শ্রীলঙ্কায় রয়েছেন ধোনি। ১৮ তারিখে গলে শুরু হবে ভারত-শ্র্রীলঙ্কার প্রথম টেস্ট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.