১৯৯তম টেস্ট খেলার জন্য কলকাতায় গিয়েছিলেন শচীন তেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গতকাল শনিবার আবার সেখানে গেলেন লিটল মাস্টার। আজ রবিবার ফিফা বিশ্বকাপের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সঙ্গে থাকবেন ভারত ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিকে, নেপাল থেকে আজ কলকাতায় হাজির হয়েছে ৬.১৭৫ কেজি ওজনের আসল ফিফা বিশ্বকাপ।
ফিফা বিশ্বকাপের এই অনুষ্ঠানে আরও যোগ দিচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কার্লোস আলবার্তো টোরেস।
গতকাল মুম্বাইতে সেলিব্রিটি ক্রিকেট লিগের উদ্বোধন করেন শচীন। এরপর বিশ্বকাপের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কলকাতায় যান তিনি। গোটা কলকাতাবাসী বিশ্বকাপের সঙ্গে মাতবে শচীনকে নিয়ে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।