ভালবাসি ভালবাসব। পদ্মভূষণ খেতাবে ভূষিত হয়েছেন ২০০৮ সালে। ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবের পর বাকি শুধু ভারতরত্ন, যেটা ক্রীড়াঙ্গনের কেউই এখনো পাননি। চলতি বছর সর্বোচ্চ বেসামরিক খেতাবটাও পেয়ে যেতে পারেন শচীন টেন্ডুলকার। লিটল মাস্টারের নাম যে জোরেশোরেই আলোচিত হচ্ছে।
তবে ভারতরত্ন পেতে একটা ‘শর্ত’ জুড়ে দিয়েছেন মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান—আইপিএল ছাড়তে হবে শচীনকে!
‘আমার মত হচ্ছে, শচীন যদি ভারতরত্ন খেতাব চান, তাহলে তাঁর আইপিএল ছাড়া উচিত’—গতকাল মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে বলেন শিবরাজ।
একের পর এক রেকর্ড গড়ে শচীন দেশকে যে সম্মান এনে দিয়েছেন, এর পর কোনো শর্ত আরোপ করাই মানায় না। শচীন-ভক্তরা অনেক আগে থেকেই বলে আসছেন, শচীনকে ভারত সরকার যে এখনো ভারতরত্ন খেতাব দিয়ে সম্মানিত করেনি, এটাই বড় বিস্ময়। তবে মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রীর বক্তব্যও একেবারে ফেলনা নয়, ‘শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটার যখন বিক্রি হন, এটা সত্যি কষ্টের। একজন খেলোয়াড় দেশের হয়ে খেলেন, কোনো কোম্পানির হয়ে নয়।
’ ওয়েবসাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।