আমি অবাক চোখে বিশ্ব দেখি, দৃশ্য সাজাই চোখের তারায়......
জোহানেজবার্গের আলোকসজ্জা দেখছি। কিন্তু উপভোগ করতে পারছি না। উদ্বোধনী অনুষ্ঠানের দিন লাইভ কনসার্টে গাওয়া শাকিরার নাচ-গান যতো উৎফুল্ল করে তুলেছিল, আজ ততোটা করতে পারলো না। আজ আমার বেদনার রাত। আজ স্বপ্নভঙ্গের রাত।
খেলায় হারজিত থাকবেই। অনেকেই তা মানতে পারেন না। আমি মেনে নিয়েছি। ব্রাজিলের ন্যাক্কারজনক পরাজয়ে আমি অনেকের মতো হতাশ হয়ে দে ঝাঁড়িনি, কিংবা ‘শোধ’(!) তুলে নেওয়ার জন্য কোনো হল্যান্ড সমর্থকও খুঁজে বেরাইনি। তবুও আজকের এই জমজমাট আসর কেন যেন আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে।
ব্রাজিল- আর্জেন্টিনার পরাজয়ের পর বাঙালীর সমর্থনে বেশ পরিবর্তন এসেছে। হল্যান্ড আর স্পেনের সমর্থক হয়ে আজ অনেকেই খেলা দেখতে বসে গেছেন। একদিন যে কণ্ঠ কাকা-মেসির জন্য গলাবাজি করেছে, আজ সেই কণ্ঠে শোনা যাবে রোবেন-ভিয়াদের গুণকীর্ত্তণ। বড়ো বিচিত্র বাঙালীর ধরন।
স্পেন এবারের বিশ্বকাপের খুব ভালো দল।
দূর্দান্ত পারফরমেন্স হল্যান্ডেরও। কিন্তু তবু আমি আজ খেলা দেখবো না। বন্ধুরা সবাই বেশ আয়োজন করে খেলা দেখতে বসে গেছে। বারবার তাগাদা আসছে তাদের সঙ্গে যোগ দেওয়ার। কিন্তু আশাহত আমি বিন্দুমাত্র আগ্রহ বোধ করছি খেলা দেখার।
তারচেয়ে বেদনার রাতটা পথে পথে হেঁটে কাটালেও বুঝি ভালো।
সঙ্গী হিসেবে আজ সঙ্গে কেউ থাকছে না। তাতে কী! কাজী নজরুল তো বলেই গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না-ই আসে, তবে একলা চলো রে....
আমি তবে একলাই চললাম।
কারণ একবার ব্রাজিল, চিরকাল ব্রাজিল। ব্রাজিল কেবল একটা দেশ বা ফুটবল দলের নাম নয়, ব্রাজিল একটা আবেগের নাম।
আমার সেই আবেগ কোনো কার্যকারণ মানে না। ব্রাজিল এবার ব্যর্থ। তাই বলে তো আর আমি খোলস পাল্টে ফেলবো না। আমি ব্রাজিলের সাফল্য দেখার আশায় থাকবো। যদি বেঁচে থাকি।
কেউ আবার ভেবে বসবেন না যেন আমি আজকের ফাইনালকে হেলাফেলা করছি। এগুলো আমার একান্ত অনুভব। কারো কাছে তা বোকামি মনে হলে হতেই পারে। তা নিয়ে তর্কে জড়াবো না।
আজ যারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেই দল, দলের খেলোয়াড় এবং সমর্থকদের সবাইকে শুভেচ্ছা।
এবং অবশ্যই সহানুভূতি রানার্সআপ দলের জন্য। কারণ স্বপ্নপূরণের এতো কাছে এসে ফিরে যাওয়ার চেয়ে বেদনার আর কী হতে পারে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।