ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দু’টি বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের উপজেলার শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ১৬ জন গৌরিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত চারজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিন জানান, ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরগামী সোনাপুর এক্সপ্রেস বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী আরেকটি বাস এসে পেছন থেকে সোনাপুর এক্সপ্রেস বাস ও কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষে দুই বাস ও কাভার্ডভ্যানে থাকা যাত্রীদের অন্তত ৪০ জন আহত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।