ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া বাসস্ট্যান্ডের কাছে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে, চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন উভয় গাড়ির ১০ জন। গুরুতর আহতদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দাউদকান্দি উপজেলার বারপাড়া বাসস্ট্যান্ডের কাছে গৌরীপুর থেকে দাউদকান্দিগামী সিএনজি অটোরিক্সার সাথে কুমিল্লাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার চালক দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে চালক আবদুল মতিন (৩২), সিএনজি অটোরিক্সার যাত্রী সতানন্দী গ্রামের সুলতান মিয়ার ছেলে বেলু মিয়া (৪০), বারপাড়ার গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৫) ও তার মেয়ে জান্নাত (৫) মারা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।