কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দাউদকান্দি পৌর এলাকার যুবলীগ নেতা মিরাজ খন্দকার শুক্রবার রাতে মোটর সাইকেলযোগে তার সহযোগী হেলালসহ চান্দিনা যায়। পরে রাত আড়াইটায় মহাসড়কের রায়পুরে মিরাজ খন্দকারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ ও মোটর সাইকেলটি উদ্ধার করে।
পুলিশ মিরাজ খন্দকারের সহযোগী মোটর সাইকেল আরোহী হেলালকে স্থানীয় একটি হাসপাতাল থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে হেলাল জানান, ট্রাকের ধাক্কায় মিরাজ মারা গেছে। এদিকে মিরাজের স্ত্রী সূবর্ণা খন্দকার শারমিন দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
দাউদকান্দি থানার ওসি আবুল ফয়সল জানান, মিরাজের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
ওসি আরো জানান, মিরাজ তার ভাই আওয়ামীলীগ নেতা মিলন খন্দকার হত্যা মামলার বাদী ছিলেন। এ নিয়ে তাদের সাথে অন্যদের পূর্ব শত্রুতা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।