মনের কোঠরে নিভৃত পদচারনা
দেশি বিদেশি এয়ারলাইন গুলো ইদানিং খুব সস্তায় কুয়ালালামপুর যাবার টিকেট দিচ্ছে। তাই দেখে আপনারও নিশ্চয়ই শখ হচ্ছে দেশটা ঘুরে আসার। যেতে হলেতো আগে ভিসা লাগবে। ভিসার কাগজপত্র আর খরচ কত, সেসব জেনে নিন।
১।
মালয়েশিয়া ভিসা কোন পরিচিত বা প্রতিস্ঠিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে করে নেয়া ভাল। ১০০০-১২০০ টাকার মত (ফি সহ) নেবে।
২। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে)।
৩।
২ কপি ভিসিটিং কার্ড (থাকলে)
৪। ব্যাংক বালেন্স এবং স্টেটমেন্ট।
৫। আপনার নিয়োগকারি প্রতিস্ঠান থেকে ছুটির অনুমোদনের চিঠি। ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের প্যাডে লেটার অফ ইন্ট্রোডাকশন।
ব্যবসায়ীর ট্রেড লাইসেন্সের কপি।
৬। অবশ্যই আপনার পাসপোর্ট
বাকি সব কাগজপত্র , যেমন ভিসা এপ্লিকেশন ফরম, টিকেট বুকিং, এজেন্ট করে নিতে পারবে।
সাধারনত এক সপ্তাহ সময় লাগে।
পুনশ্চ: আমি ভিসার দালাল বা এজেন্ট অথবা এ বিষয়ে বিশেষজ্ঞ নই।
সম্প্রতি সন্চিত অভিজ্ঞতালব্ধ তথ্য শেয়ার করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।