সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা
আমি এখন নির্বাচিত জনপ্রতিনিধি, সর্বোচ্চ পরিষদের সদস্য
তোমরা যারা কবি সাহিত্যিক, যারা শুদ্ধতা ও শুভ্রতার কথা বলো
কবিতায়, গানে আমার জন্য ভোট চেয়েছো স্নিগ্ধ কণ্ঠে
তাদের বলতে চাই, ভবিষ্যতে আমি অর্থ দিয়ে ভোট কিনবো
শুভ্রতা ও শুদ্ধতা দিয়ে নয়; এ শব্দ দুটো আমার অভিধানে এখন আর নেই
আমি এখন তোমাদের দেখলে বিব্রত বোধ করি।
জামে মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিত
আপনারা যারা কেঁদে কেঁদে দোজখ আর পাপের কথা বলেন
সততা এবং পূণ্যের কথা বলে আমার জন্য ভোট চেয়েছেন আদ্র কণ্ঠে
আমি পৃথিবীতেই সাদ্দাদের মতো বেহেস্ত বানাবো
আমি পাপ এবং দোজখ শব্দ দুটো কিছুতেই শুনতে চাই না
আমি এখন আপনাদের দেখলে বিব্রত বোধ করি।
নীতিবান ও প্রতিবাদী তরুণ-তরুণীগণ
তোমরা যারা নীতি ও আদর্শের কথা বলে ভোট চেয়েছো
তারা এখন আমার আগামীর স্বপ্ন বাস্তবায়নের অন্তরায়
নীতিবান ও আদর্শবানদের আমার শত্রু মনে হয়
নীতি ও আদর্শের কথা কিছুতেই শুনতে চাই না
আমি এখন তোমাদের দেখলে বিব্রত বোধ করি।
প্রিয় মাদক ব্যবসায়ী ভাই ও বোনেরা
স্বস্তির জন্য আমি এখন তোমাদের দিকে চেয়ে থাকি
তোমরা আমার জন্য সেরা সুরা সরবরাহ করো
কবি-সাহিত্যিক, ইমাম-পুরোহিত এবং নীতিবান-তরুণ-তরুণী
যাদের থেকে আমি দূরে থাকতে চাই; তাদের মাদকাসক্ত করো
ওরাও আমার আদর্শের সৈনিক হয়ে উঠুক।
প্রিয় চোরাকারবারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু বন্ধুরা
তোমরা দেশের শিল্প ধ্বংস করে, বাজার দখল করো
নদীর পাড় থেকে বালু উত্তোলন করে, ভাংগন তীব্র করো
সন্ত্রাস ও চাঁদায় জনমানুষকে অতিষ্ট করে বিতারিত করো
যাতে আগামী নির্বাচনের আগেই আমার ভোটার অর্ধেকে নামে
এতে ভোট কেনার বাণিজ্যে আমার অর্থ কম ব্যয় হবে।
প্রিয় স্বাধীনতা বিরোধী রাজাকারের তাগড়া ও জোয়ান পুত্রগণ
বিগত নির্বাচনের আগে আমার শিশ্ন বরফাচ্ছন্ন ছিল
এখন তা সাপের মতো ফুসফুস করছে, লাভার মতো তপ্ত
তোমার পিতারা যেভাবে খান সেনাদের ললনা সরবরাহ করতো
তোমরা সেভাবে আমার জন্য সেরা সুন্দরীদের নিয়ে আসবে
আমার বেহেস্তখানায় আনন্দ উল্লাসে জীবন কাটাতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।