mojnu@ymail.com
ফেনীর দাগনভূঞায় বৃহস্পতিবার দুপুরে শিবির মেস থেকে দুই শিবির নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দুপুর ৩টার দিকে মেসে থাকা ছাত্র শিবির সাথী শাখার সেক্রেটারী শেখ ফরিদ(২২) ও দাগনভূঞা উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি মোজাম্মেল হোসেনকে (২৫) আটক করা হয়। এসময় মেসে তল্লাশী চালিয়ে দেড় লিটার পেট্রোল, জালের গুটি ১ কেজি, রড় ও বাঁশের লাঠি, ইসলামী বইপত্র, চাঁদার রশিদ উদ্ধার করা হয়। আটক ছাত্র শিবির সাথী শাখার সেক্রেটারী শেখ ফরিদ জানান, পরিকল্পিতভাবে ছাত্রলীগ কর্মীরা মেসে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় । তাদের মারধর ও উদ্দেশ্যমূলক ভাবে এসব মালামাল দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক নুরুল আবসার ছাত্রলীগ কর্মীদের হামলার অভিযোগ অস্বীকার করেন।
তথ্যসূত্র- Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।