ফেনীর দাগনভূঞায় গাড়িচাপায় মোটর সাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা খুরশেদ আলম (৪৫) নিহত হয়েছেন। নিহত খুরশেদ আলম জনতা ব্যাংক দাগনভূঞার দুধমুখা বাজার শাখার সেকেন্ড ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দাগনভূঞা থেকে বসুরহাট সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে তাকে একটি গাড়ি চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত আবস্থায় দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। নিহতের বাড়ি একই উপজেলার রামনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।