১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে আজ মঙ্গলবার সকালে ফেনীর দাগনভূঞার সিলোনিয়া নামক স্থানে ছাত্রদল-যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, আজ সকাল ১০টার দিক দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় ছাত্রদল-যুবদল মিছিল করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ বাধা দিলে যুবদল-ছাত্রদল কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৯ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ারশেল বর্ষণ করে।
সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ পিকেটারকে আটক করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।