আবদুল্লাহ আল-মামুন, ফেনী: ২৭ মার্চ ১৪
ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের কটুক্তি ও পত্রিকা ছেঁড়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে সাংবাদিকরা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ও মানবজমিন প্রতিনিধি নুরুল আলম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ডেসটিনি প্রতিনিধি এমাম হোসেন এমামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সভাপতি ও সংগ্রাম প্রতিনিধি এম.এ তাহের পন্ডিত, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, সমকাল প্রতিনিধি ইমাম হাছান কচি, ইত্তেফাক প্রতিনিধি ওসমান গনি, আমার দেশ প্রতিনিধি আলমগীর ননী প্রমূখ। কর্মসূচিতে দাগনভূঞা প্রেসক্লাবের কার্যকরী কমিটিসহ সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ফেনী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা- অবিলম্বে পত্রিকা ছেঁড়ার সঙ্গে জড়িত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী ও সাংবাদিকদের সাথে অশোভন আচরনের জন্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’র অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী সাপ্তাহিক শুচিতা পত্রিকার অর্ধশতাধিক পত্রিকা ছিঁড়ে ফেলেন। পরে বিকেলে একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে কটুক্তি করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার আবদুর রাজ্জাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।