আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি ফেদেরার-নাদাল লড়াইয়ের সম্ভাবনা

বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তাই টেনিসের ‍দুই মহাতারকার কোয়ার্টার ফাইনালে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা। ইউএস ওপেনের ড্র-এ অন্য অর্ধে পড়েছেন পুরুষদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। এই দুজনের দেখা হতে পারে সেমিফাইনালে। এবারের ইউএস ওপেনে নাদাল দ্বিতীয় বাছাই হলেও সাম্প্রতিক টানা ব্যর্থতার কারণে ফেদেরার সপ্তম বাছাই। গত সপ্তাহে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে সরাসরি সেটে হারান রেকর্ড আটবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল।

তবে হার্ড কোর্টের ইউএস ওপেনে দারুণ সফল ফেদেরার। নিউ ইয়র্কের এই গ্র্যান্ড স্লামে ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এই টুর্নামেন্টে নাদালের সাফল্য মাত্র একবারই, ২০১০ সালে। মেয়েদের এককের ড্রয়ে তেমন চমক নেই। ফাইনালের আগে দুই শিরোপা প্রত্যাশী সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কার দেখা হওয়ার সম্ভাবনা নেই।

শীর্ষ বাছাই সেরেনার সঙ্গে একই অর্ধে পড়েছেন তৃতীয় বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা ও পঞ্চম বাছাই চীনের লি না। শেষ আটে গতবারের চ্যাম্পিয়ন সেরেনার সম্ভাব্য প্রতিপক্ষ অষ্টম বাছাই অ্যাঞ্জেলিক কেরবার। আর সেমিফাইনালে রাদভান্সকা অথবা লি না। অন্য অর্ধে দ্বিতীয় বাছাই আজারেঙ্কার সঙ্গে আছেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। শেষ চারে দেখা হতে পারে দুজনের।

চোটের কারণে এবারের ইউএস ওপেনে খেলতে পারবেন না র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।