আগামীর স্বপ্নে বিভোর...
গুগলের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামার জন্য গুগল মি নামের নতুন একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরির কাজ করছে গুগল, এমন খবর শোনা গেলেও এই প্রথম গুগলের কোনো কর্মকর্তার বক্তব্যে এ কথার সত্যতার আভাষ পাওয়া গেলো। সম্প্রতি গুগল ইউকে’র প্রধান নির্বাহী বলেছেন, ফেসবুক একটি পূর্ণাঙ্গ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়। বরং, ভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরির জন্য এখনো জায়গা রয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
গুগলের এই কর্মকর্তা ম্যাট ব্রিটিনের এ বক্তব্যের পর গুগল যে নতুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করছে এব্যাপারে বিন্দুমাত্র সন্দিহান নন বলেও জানিয়েছেন অনেক প্রযুক্তিবিদ ও ব্লগার।
ম্যাট টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বব্যাপী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে চাহিদা রয়েছে একটি মাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দিয়ে তা পূরণ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, ‘ফেসবুক বিশ্বব্যাপী সফল হলেও এর পাশাপাশি আরো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে যেগুলোও সফল। ’
তিনি আরো জানান, গুগলের অর্কুট ব্রাজিল এবং ভারতে তুমুল জনপ্রিয়। বিশ্বব্যাপী ফেসবুক জনপ্রিয়তার শীর্ষে থাকার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন, ফেসবুক একটি ‘ফেনোমেনন’ যা প্রত্যেকেরই থাকে।
উল্লেখ্য, ডিগ ডটকম সাইটে সর্বপ্রথম গুগল মি সম্পর্কে তথ্য প্রকাশিত হয়, আর তা যেন মুহুর্তেই প্রযুক্তি বিশ্বের আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ায়।
এর আগে গুগল বাজ বের করার সময়ও সবাই একে ফেসবুকের সঙ্গে তুলনা করা শুরু করলেও বাস্তবে দেখা গেছে, এটি অনেকটা টুইটারের মতোই। গুগল নিজেও এ কথা স্বীকার করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তবে এই প্রথম গুগল নিজেই ফেসবুককে প্রতিদ্বন্দ্বীর আসনে বসিয়ে নতুন কিছু তৈরির জন্য আটঘাঁট বেঁধে নেমেছে।
খবরটা এখান থেকে প্রাপ্ত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।