আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে ফেসবুককে পেছনে ফেললো স্টাম্বলআপন

যাহা জানি তাহাই লিখি।

সম্প্রতি স্ট্যাট কাউন্টারের বিশ্লেষণ থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া ট্রাফিক হিসেবে ফেসবুককে পেছনে ফেলেছে স্টাম্বলআপন। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। স্ট্যাট কাউন্টারের তথ্যানুসারে, ২০১১ সালের জানুয়ারির প্রথম দিন সোশ্যাল মিডিয়া ট্রাফিকের দিক থেকে এগিয়ে ছিলো স্টাম্বলআপন। এদিন শতকরা ৪৩ ভাগ সোশ্যাল মিডিয়া ট্রাফিক ছিলো স্টাম্বলআপন-এর দখলে।

অন্যদিকে, ফেসবুকের ট্রাফিকের হার ছিলো ৩৮ ভাগ। স্ট্যাটকাউন্টার ৩০ লাখ ওয়েবসাইট থেকে প্রতিমাসে ১৫ বিলিয়ন পেজ ভিউ ট্র্যাক করে। বর্তমানে ট্র্যাক করা সেরা সাতটি সোশ্যাল মিডিয়ার মধ্যে পর্যায়ক্রমে রয়েছে স্টাম্বলআপন, ফেসবুক, টুইটার, রেডিট, ইউটিউব, মাইস্পেস এবং ডিগ। জানা গেছে, ২০১০ সালে স্টাম্বলআপন-এর ট্রাফিক রেট ছিলো শতকরা ৩০ ভাগ। অন্যদিকে, ফেসবুকের ক্ষেত্রে এই হার ছিলো ৪৮ ভাগ।

স্ট্যাটকাউন্টারের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে ২০১০ সাল থেকেই ফেসবুক আর স্টাম্বলআপন সেরা দুটি সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে পাশাপাশিই ছিলো সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.