নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা !
গিটার নিয়ে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ে যাই । যেমন একটা গিটার কিনা প্রয়োজন কিন্তু বুঝতে পারছি না কি গিটার কিনবো । যেমন আমি আমার নিজের কথাই বলি যখন আমি প্রসেসর কিনবো এমন সময় খুব চিন্তায় পরে যাই কোনটা কিনবো এই নিয়ে এক বার ভাবতেছিলাম পড এক্সথ্রি লাইভ কিনি একবার ভাবছিলাম শুধু এক্সথ্রি কিনি একটু পর মনে হচ্ছিল নাহ জিটি টেন কিনি কি করব কিছুই বুঝতেছিলাম না এই ধরনের অনেক সমস্যা আমাদের মাঝে মাঝে অনেক চিন্তায় ফেলে দেয় । যদি কোন বড় মিউজিসিয়ান দের কাছ থেকে কিছু টিপস পাওয়া যায় তবে আমাদের জন্য তা অনেক উপকারে আসে ! কিন্তু বড় মিউজিশিয়ানদের দেখা পাওয়া তো মুখের কথা নয় কিন্তু ফেসবুকে একটা গ্রুপ দেখে খুব ভাল লাগলো । এই খানে সাজ্জাদ আরেফিন ভাইয়া অনেকের অনেক ধরনের সমস্যার সমাধান দিচ্ছেন যা অত্যন্ত ভাল একটা বিষয় আমাদের জন্য।
এবং এই কাজের জন্য তিনি যে প্রসংসার দাবিদার তা বলার অপেক্ষা রাখে না ।
গিটার শিক্ষা অবস্থায় আমার নিজের অভিজ্ঞতা খুব একটা সুখের নয় । বিভিন্ন গিটারিস্টদের তেল মেরে গিটার শিখা টা আমি বেশিদিন চালাতে পারি নি । কিন্তু আমি সাজ্জাদ আরেফিন এই ধরনের গ্রুপ টা দেখে অনেক অবাক হয়েছি এবং তিনি যে আন্তরিকতার সঙ্গে সবার প্রশ্নের উত্তর গুলো দেন তা আমাকে অবাক করে দিয়েছে । আপনারা চাইলে তার গ্রুপ থেকে
অনেকে অনেক ধরনের সমাধান নিতে পারেন নিচে লিঙ্ক টি পোস্ট করলাম ।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।