মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
আমি মানুষ হিসেবে একটু পুরান টাইপ জিসিসপত্রই পছন্দ করি। ইংলিশ রক/পপ গান শুনলে আমার সেই ৭০, ৮০,৯০ দশকের আর্টিস্টই বেশি পছন্দ। গিটার সম্পর্কে আমার বিষেশ ধারনা নাই। কেমনে বাজায়, কিসের বেসিসে একজন গিটারিস্টকে সেরা বলা হয়।
১০০ সেরা গিটারিস্ট লিখা সার্চ দিলে প্রথমেই যার নাম আসে তিনি হইলেন জিমি হেন্ডরিক্স। কিন্তু তার মিউজিক আমার কাছে তেমুন ভালো লাগে নাই। তাই খুব বেশি শোনাও হয় নাই।
আমার প্রিয় পাঁচজন গিটারিস্ট-এর নাম নিচে দিলাম।
১. স্টিভ মোরস(ডিপ পারপেল-সবচেয়ে বেশি জোসসস লাগে/-ইউ টিউব থাইকা তার অনেকগুলা লাইভ কনসার্টের ভিডু নামাইছি/ জোসসস পারফরমেন্স)
২. রিচি ব্লাকমোরস(রেইনবো)
৩. স্লাস(গানস এন্ড রোজেস)
৪. ডেভিড গিলমোর (পিঙ্ক ফ্লয়েড/ ভোকাল হিসেবেই বেশি পছন্দ)
৫.ক্রিক হ্যামলেট(মেটালিকা/ মেটালিকা শুনা হইতো বেশি আগে)
৬.দেশে বাচ্চুদা।
আপনাগো পছন্দ কিরাম??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।