আমাদের কথা খুঁজে নিন

   

টিপস: কম্পিউটার বন্ধ হবে দ্রুত

monna091@yahoo.com

কম্পিউটার বন্ধ হতে সময় লাগাটা একটা সমস্যাই। মাঝেমধ্যে এমন ধীর গতিতে বন্ধ হওয়ায় বিরক্ত হন ব্যবহারকারী। এ ধীর গতির কাজটি হয় মূলত উইন্ডোজ প্রত্যেকবার Shutdown হওয়ার সময় এর অভ্যন্তরীণ কিছু টেম্পোরারি পাতা Clear করে দেয়। যার ফলে কম্পিউটার বন্ধ প্রক্রিয়াটি ধীর গতিতে হয়। ইচ্ছে করলে এ প্রক্রিয়াটি বন্ধ করে দ্রুত গতিতে কম্পিউটার বন্ধ করা সম্ভব।

এতে আপনার পিসির বন্ধ হওয়ার গতি বৃদ্ধি পাবে কয়েকগুণ। এ জন্য শুরুতে Start-এ ক্লিক করুন। এবার Run-এ গিয়ে regedit এবং Enter দিন। এবার আসা Registry Editor থেকে HKEY>LOCAL>MACHINE-এ যান এবং দুইবার ক্লিক করুন। এবার System-এ গিয়ে Current Control Set-এ দুইবার ক্লিক করুন।

এবার Control থেকে Session Manager-এ যান। এবার Memory Management মেনুটি খুঁজে বের করুন। এবার এ মেনু থেকে Clear Page At Shutdown-এ গিয়ে এর ভ্যালু ০ (শূন্য) করে দিন। সবশেষে কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার আপনার কম্পিউটার দ্রুত বন্ধ হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।