আমি একজন ব্লগ ভক্ত মানুষ।
বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির অত্যাধুনিক যুগ থেকে ৩০০০ বছর পূর্বে নির্মিত একটি স্বর্ণের ব্রেসলেট নিলামে বিক্রি হয়েছে ৫ লাখ ইউরো’য়। বিক্রি হওয়া এই অর্থের পরিমাণ সেন্ট্রাল লন্ডন সেল নামক নিলাম প্রতিষ্ঠানের আনুমানিক দামের দশগুণ। বেড়ি আকৃতির চারপাশে কাঁটা বেষ্টিত ব্রেসলেটটি লৌহ যুগের অসাধারণ শিল্প নিদর্শনের ঐতিহ্য এবং সমৃদ্ধতা প্রকাশ করে। ব্রেসলেটটির ওজন প্রায় পৌনে ১ কিলোগ্রাম।
নিলাম প্রতিষ্ঠান অনুমান করেছিল ব্রেসলেটটির দাম উঠতে পারে সর্বোচ্চ ৪০ হাজার থেকে ৬০ হাজার ইউরো পর্যন্ত। কিন্তু নিলাম বিশেষজ্ঞদের অনুমানকে উড়িয়ে দিয়ে, নিলামে সর্বশেষ দাম ওঠে ৫১৭,৮৭৫ ইউরো। খাঁটি সোনার এই শিল্পকর্মটি খ্রিস্টাব্দ পূর্বের প্রসিদ্ধ স্বর্ণকারদের প্রতিনিধিত্ব করে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ লাইটেশিয়া ডেলালয় বলেন, এই ব্রেসলেটের প্রকৃত মালিক ছিলেন সম্পদশালী কোনো মানুষ অথবা পাওয়ারফুল আইবেরিয়ান ট্রাইবের কোনো রয়েল মেম্বার। তিনি আরো বলেন, এমন স্বর্ণের ব্রেসলেট খুবই বিরল এবং পুনরায় এমন প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া প্রায় অসম্ভব।
এর আগে একই নিলাম প্রতিষ্ঠানে ১৮৪০ সালে অনুষ্ঠিত এক নিলামে খ্রিস্টপূর্ব চারশ’ অব্দ পূর্বের বিরল এবং বিশালাকার এক ইজিপশিয়ান ফ্যালকনের ভাষ্কর্যকর্ম ১,১২৫,৮৭৫ ইউরো দিয়ে কিনে নেন যুক্তরাজ্যের এক ভাষ্কর্য ব্যবসায়ী। এটিও তার আনুমানিক দামের দশগুণ দামে বিক্রি হয়েছিল বলে জানা যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।