আমাদের কথা খুঁজে নিন

   

সিডনিতে ৩০০০ পুলিশের বিক্ষোভ

পরমাণু বোমা মুক্ত বিশ্ব চাই ! কর্তব্য পালনের সময় আহত পুলিশ কর্মকর্তাকে যে পদ্ধতিতে ক্ষতিপূরণ দেয়া হয় তা পরিবর্তনের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছে সিডনি পুলিশ। নীল ইউনিফর্ম পরিহিত প্রায় ৩ হাজার পুলিশ সিডনি পার্লামেন্টের বাইরে জমায়েত হয়ে গতকাল এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা বলেন, আমরা নিউ সাউথ ওয়ালেস স্টেটের ডেথ অ্যান্ড ডিজঅ্যাবিলিটি স্কীম পাল্টে দেয়ার পরিকল্পনায় উদ্বিগ্ন। এই পরিকল্পনায় আহত পুলিশ কর্মকর্তাকে ক্ষতিপূরণ দেয়ার পরিবর্তে কাজে ফিরিয়ে আনা ও পুনর্বাসিত করার ওপর জোর দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গিয়ে গতকাল সিডনির হাইড পার্কে জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে চলে যায়। সিডনির পুলিশ মন্ত্রী মাইকেল গালাচার এক বিবৃতিতে বলেন, সরকার দীর্ঘমেয়াদি টেকসই পদ্ধতি নিশ্চিত করতে এ পরিবর্তন আনতে বদ্ধপরিকর থাকবে। View this link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।