আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়াকে জাতিসংঘ মহাসচিবের ফোন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফোন করে  দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

আজ সন্ধ্যা পৌনে ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত মোট আধা ঘন্টা জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন শিমুল বিশ্বাস।

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন পরিস্থিতি নিয়ে এ আলাপ হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কে আজ রাতে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার সঙ্গেও আধা ঘণ্টা কথা বলেন বান কি মুন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.