'উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’, এবং ‘বহুজাতিক কোম্পানি বা দেশি লুটেরা গোষ্ঠী নয়, গ্যাস-কয়লা-তেল-সমুদ্রসহ সকল সম্পদের মালিক দেশের জনগণ’
নীলা ফুপুর বাসায় গিয়েই দেখি তার এক মাত্র ছেলে তুষার হিন্দি সিরিয়াল দেখছে,সময় টা ছিল রাত আটটা শনি বার,আমি বললাম বাংলা নাটক এ যেতে ফুপু এসেই বললেন 'ভুলে ভরা ইংলিশ যে নাটক এর মুল থিম সে নাটক দেখে কী শিখবে এর চেয়ে হিন্দি সিরিয়াল অনেক ভালো অন্তত ভুল ইংলিশ তে নেই'
সত্যি তাই এন টি ভি এর পর্দায় তখন চলছে মোঃ মস্তোফা কামাল রাজ এর 'গ্রাজুয়েট'।
আমিও দেখে অবাক হই,এই নাটকের মুল বিষয় কী?
আমার মনে হয় ভুলে ভরা ইংলিশ।
নাটক এর সংলাপ যদি হয় 'আফটার আমার এক্সাম আই ভর্তি ইয়উ'
এই সংলাপ থেকে একটা শিশু বা সবার কি শেখার থাকতে পারে আমার জানা নেই।
যদি বিনোদন এর কথাই আসে বা এই যান্ত্রিক শহরে যারা একটু হাসির জন্য টি ভি এর উপর বুদ হয়ে পরেন তাদের বলছি এর চেয়ে মি.বিন। বা চার্লিচাপ্লিন দেখা অনেক ভালো বলে আমি মনে করি অন্তত ভুল ইংলিশ শিখতে হবে না আর যারা কিছু না বুঝেই টি ভি এর পর্দায় চোখ দেন তাদের বলছি,বাসায় গিয়ে সেক্স এর ভিডিও দেখবেন শরীর মন দু এর ই রসসাব্ধন হবে।
এই নাটক এর বাস্তবতা কী,কন্ট্রেনেটি দেখলে শুধু আমার না যে কারই হাসি পাবে বলে আমার মনে হয়।
পর্ব-১ ঃ
নাটক শুরু হলো এক বাস এ প্রথম শট এ এক কলম বিক্রেতা।
প্রশ্ন আমার কোন হকার কী এ ভাবে হকারি করে?
বাসের সিটে বসা ইষিতা। ইষিতাকে তার দুলাভাই স্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়াটা কতোটা যুক্তিকতা আছে আমার জানা নেই ব্যাপার টা বাংলাদেশ এর খুব পরিচিত কথা বিয়ে করলে শালি ফ্রী পাওয়ার মতো মনে হল।
ইষিতা কে বলছি আপনি বরিশালের মেয়ে,যা পারবেন না তা করবেন না বরিশাল এর ভাষাকে নস্ট করার অধিকার আপনাকে এবং রাজ সাহেব কে কেউ দেই নি ভুলে জাবেন না বারিশল এর আঞ্চলিক ভাষাটাও সগস্কিতির মধ্যে পরে।
জাহিদ হাসানের অভিনয়ে এতো নেকামি থাকার কি দরকার ছিল?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।