আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
যে মুলার কে তুচ্ছা তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে ম্যারাডোনা বলেছিলো ""বলবয়"" সে মুলারই আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক দিলো ।
ঘটনাটা এই রকম বিশ্বকাপের আগে কোন এক প্রিতী ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে জার্মানের পক্ষ হতে পাঠানো হয়েছিলো তরুণ মুলারকে আর মুলারকে দেখেই সংবাদ সম্মেলন হতে উঠে যায় ম্যারাডোনা এবং বলে যে একজন বলবয় কে পাঠানো হয়েছে সেখানে আমি বসতে পারিনা । পরে আলাদা সাংবাদিকদের মুখামুখি হয় ম্যারাডোনা ।
এই তুচ্ছতাচ্ছিল্যের জবাবে মুলার ওইদিন বলেছিলো ""ইউ উইল রিমেম্বার মি"
ভিডিওটাও দিয়ে দিলাম
অবশেষে মুলার তার কথা রেখেছেন প্রথম গোলটাই এসেছে মুলারের কাছ থেকে ।ম্যারাডোনা হয়তো কোনদিন ভুলতে পারবে না এই ম্যাচ কারন কোচ হিসেবে সে ব্যর্থ হয়েছে এই ম্যাচের মধ্য দিয়ে।
অহংকার কখনোই ভালো নয়।ম্যারাডোনা নিসন্দেহে ভালো খেলোয়াড় কিন্তু তার আচার আচরন অত্যান্ত নিচু মানের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।