আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে বিদ্রুপ করে ম্যারাডোনা বলেছেন, 'আমার দেশের ফুটবল সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা ফুটবল সম্পর্কেই কিছু জানে না। ওদের জ্ঞানবুদ্ধি পাকিস্তানের ফুটবল সংস্থার মতোই। ’
ম্যারাডোনার এমন মন্তব্য শোনার পরে নড়েচড়ে বসেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। ম্যারাডোনার সমালোচনা শুনে পাক ফুটবল সংস্থা তাকে আমন্ত্রণ করেছে সে দেশে আসার জন্য। পাকিস্তানের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকনির্দেশ দিতে পারেন তিনি।
পাক ফুটবল সংস্থার এক সিনিয়র কর্মকর্তা নাভীদ হায়দার বলেন, ‘পাকিস্তানে আসার জন্য ম্যারাডোনাকে অনুরোধ করছি। আমাদের ফুটবলের উন্নয়নে সাহায্য করবেন ম্যারাডোনা। ’
বিশ্ব ফুটবলে পিছিয়ে রয়েছে পাকিস্তান। ১৫৮ নম্বরে পাকিস্তান ফুটবল। উন্নতি করতে হলে অনেক দূর যেতে হবে।
হায়দার বলেন, ‘আমরা যা খেলছি, তার থেকেও বেশি ভালো করতে হবে। আমরা ইদানীংকালে অনেকটাই উন্নতি করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।