আমাদের কথা খুঁজে নিন

   

মাঝখান থিকা কাপড়ওয়ালারা মাল কামায়া গেল

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

এখনও পত পত কইরা উড়তাছে। দুই কাণ্ডারী বিদায় লইলেও পাবলিক এখনও তাগো চিহ্নটা উড়াইতাছে। কী সব দিন গেছে। প্রতিটা দিন হাঙ্গামা, হুজ্জোতি, তর্কা-তর্কি। পত্রিকাওয়ালারা তো একেক দিন একেক জনের হাতে বিশ্বকাপটা তুইল্যা দেয় এবং ঘোষণা দেয় এই ভবিষ্যৎবাণী বিফল হইবার নহে।

কারণ আমাদের সাথে আছে স্বয়ং উস্তাদ অব ২০১০ বিশ্ব কাপ। বিশ্ব কাপ শুরু হওনের আগেই পতাকা বানানি শুরু হয়া গেছিল। রাস্তায় রাস্তায় ফেরি কইরা বেচা শুরু হইছে ঢের আগেই। কিন্তু এই সব পিচ্চি সাইজ পতাকা পছন্দ হয় নাই ভক্ত পাগলদের। আরও আরও বড় করতে করতে শেষ পর্যন্ত বাড়িঘর ঢাইক্যা ফালাইছে।

যেই দিকে তাকাই দুই দেশের পতাকা দেখি। একবার মনে এই দেশটা মনে হয় আর্জেন্টিনা। আরেকবার মনে হয়, এই দেশটা মনে হয় ব্রাজিল। নিজের দেশের এত পতাকা উড়ানোও দেখি নাই কোন দিন। পতাকা টাঙ্গাইয়া মনের হাউস মিটাইতে না পাইরা এক পাগলে তো নিজের বাড়িটারেই ব্রাজিলের পতাকা বানায়া ফালাইছে।

এই দেখেন পাগলের কাণ্ড : যাউক গা, ব্রাজিল-আর্জেন্টিনা দুইটাই আউট। বিশ্ব কাপ জ্বরের করুণ পরিণতি। উন্মাদনা শেষে এখন ভক্তকুল ঝিমাচ্ছে । মাঝখান থেকে লক্ষ লক্ষ পতাকা তৈরি বাবদ কাপড় সরবরাহ করে মাল কামায়া গেল কাপড়ওয়ালারা। আহা, বিশ্বকাপ।

জয়তু বিশ্বকাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।