স্বত্ত সংরক্ষিত
রাস্তার মাঝখান দিয়ে হেঁটোনা,রূপসী
সোনালী রূপের আদুরে আঁচে
গলে গলে যাবে পাথুরে পিচ,
জড়াতে চাইবে তরল আলিঙ্গনে
চুন-সুরকির জারজ দালানগুলি।
আমলা থেকে রিক্সাওলা ব্যতিব্যস্ত
প্রেমিক চোখের ছেনাল আমন্ত্রণে
বারবার নীল শাড়ির আঁচল টেনে ধরবে।
তুমি রাস্তার মাঝখান দিয়ে হেঁটোনা কখনো।
যখন তুমি রূপবিলাসী রূপকাপাসী-রূপের দাসী,
ভক্ত তোমার কালোবাজারী স্যুটেড বুটেড আরশোলাগুলো,
খোরাকি জুটবে ছোটলোকেদের রক্তে ভেজা
ব্লেজারখানার বাঁ পকেটে।
রূপ তোমার পোকায় খাবে।
যদি ভেবে থাকো-রূপ বাহূল্য,
সে হবে এক বিরাট ধাঁধাঁ,
কেন কাটা পড়ে শত শত নারী ট্রেনের নিচে,গলার ফাঁসে
তার জবাবটা বরং সোজা।
বিলম্বিত বিষাদে রূপসী-অস্রু নিষ্ফল,
বিরান বিলাসী সাজে
হেঁটোনা তবু রাস্তার মাঝখান দিয়ে।
বুকের খাঁজে হেঁটে যাবে কালো ট্যারান্টুলা,
সাধু থেকে সাবধান,গা বাঁচিয়ে চলো
কোমরের ময়দানে খাদক চোখের মিছিল হবে।
হেঁটোনা রাস্তার মাঝখান দিয়ে,
ওরা তোমায় গিলে খাবে।
অ।
রূ
মে ১৫,২০১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।