আমাদের কথা খুঁজে নিন

   

পেয়ারা সম্পর্কে কিছু জেনে রাখুনঃ



১/ কাঁচা পেয়ারা হৃদ রোগের উপকার। ২/ কাঁচা পেয়ারা লবন দিয়ে খান কাশের ভাল উপকার হবে। ৩/ কাঁচা পেয়ারা রক্ত বর্ধক। ৪/ পেয়ারা বাত পিত্ত কফ নাশক। ৫/ শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা পেয়ারা অত্যন্ত উপকারী।

৬/ যাদের হাতে পায়ে জ্বালা কাঁচা পেয়ারায় উপকার পাবেন। ৭/ পেয়ারা পাতা দাঁতের মাড়ি ব্যথায় উপকার। ৮/ তুলশি গিলই এবং পেয়ারা পাতা সেদ্ধ জল জ্বরের জন্য অত্যন্ত উপকারী। ৯/ কাঁচা পেয়ারা আনন্দ দায়ক। ১০/ নেশা মুক্তির জন্য কাঁচা পেয়ারার পাতা সেদ্ধ জল খাওয়ান।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।