ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
অবাধ্য মেনে যাকে পিছে ফেলে
এসে রাত শেষ হয়,
তার হাতেই হলো দিনের শুরু।
আজ ভোরের মনমতো গান গাইব
তাই
অস্হির কিছু গানের কথা মনে আসে;
ফিরে যায় ঘুম-চোখে;
এই পাখিরাই সন্ধ্যায় ঘরে ফিরতে ভুলে যায়।
আমার কথাই ভাবি প্রতিদিন।
অস্হির গানের মতোই 'কবিতা'
মুখস্হ আওড়ানোটাও দায়িত্বের মতো
বাজে,সেও ভোরের মনমতো।
আজকের কবিতায় শব্দ সাজানো যে,
তার প্রাণ আমার হাতেই
পথ হারিয়েছেগত রাতে।
অবাধ্য জেনে যাকে ফেলে এসেছি,
সকালের আলোয় দেখি
তাকেই কবিতা করে তুলে নিতে চায়
চোখ মনের অংশীদার;
চোখের চারপাশ ভরিয়ে তোলে সে
আজও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।