“জাতীয় সংসদে আইন করে জামাতকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সাবেক স্বরাস্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। আপনি কি তার এ দাবীর সঙ্গে একমত?” এই বিষয়ে জরিপ শেষ হবার পর এবং নতুন জরিপ শুরু হবার পর ভোরের কাগজের সাইটে রাত সাড়ে ১২টা থেকে জরিপের ফলাফলে ‘হ্যা’ ভোটের সংখ্যা কীভাবে ভুতুড়ে পদ্ধতিতে বেড়ে যায় তার নমুনা দেখুন: সময়------- হ্যা-------- না ১২:৪০-----১৯২৯২--- ১৮২৩৬ ১২:৪৭-----১৯৯৫৪--- ১৮২৩৬ ১২:৫০-----২০২০৬--- ১৮২৩৬ ১২:৫৭---- ২০৫৬৪--- ১৮২৩৬ ১:০৫------ ২১৪৭২----১৮২৩৬ ১:০৮------ ২১৭৬২----১৮২৩৬ ১:২০------২২৮১৬----১৮২৩৬ ১:৪২ ------২৪৭৯৮--- ১৮২৩৬ ১:৫৭------২৬১৩৮--- ১৮২৩৬ ২:১০------২৭৩৪০---১৮২৩৬ ২:৫৮-----৩১৫৮৪--- ১৮২৪০ ৯:১২------৫৬১১৮----১৮২৪০ অথচ “যুদ্ধাপরাধের দায়ে জামাতকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন কি” এই মর্মে সমকালের জরিপের ফলাফলে কিন্তু 'না' ভোট পড়েছে ৯৮%, বোঝাই যাচ্ছে ভোরের কাগজ ম্যানিপুলেশন করেছে। *পাঠকের জন্য অফটপিক প্রশ্ন: ভোরের কাগজ-এর সাইটের মতো নির্বাচন কমিশনের ইভিএম মেশিন কী জাতীয় নির্বাচনে একই আচরণ করতে পারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।