ভাইগ্নার লিখতে চাইছিলাম, ভুল কইরা ভাগ্নে হইয়া গেচে। যাগ্গা মামু ভাইগ্না যেখানে আপদ নাই সেখানে।
এই বিশ্বকাপে তো অনেক চমক ই দেখলাম, যদি নেক্সট চমক এমন হয় তবে কেমন লাগবে?
এখনকার ম্যাচে যদি ট্রাইবেকারে স্পেন হারে
তাহলে নেক্স ম্যচে যদি জার্মান বিশ্বকাপের অনেকগুলি অঘনের মতে পেরাগুয়ের কাছে হেরে যায়। তাহলে কেমন হবে খেলাটি। ???
আর অপর দিকে যদি নেদারলেন্ড যদি উরুগুয়ের কাছে হারে।
তাহলে ফাইনালে দেখা হচ্ছে নেদারলেন্ড বনাম পেরাগুয়ে।
নেদারলেন্ড কে হারিয়ে যদি পেরাগুয়ে কাপটি নিয়ে নেয়। তবে এবার বিশ্বকাপ অঘটনের মাঝেই যাবে।
এমনটা মনে হবোর কারন: ফ্রান্স, ইতালী, ব্রাজিল, আর্জেনটিনা যেখানে বাদ আমি চাইনা সেখানে জার্মান অথবা স্পেন থাকুক।
মামারা এবার আফনারা কেমনটা চান তাই বলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।