আমি শিক্ষকতা ও সাংবাদিকতা পেশায় নিয়োজিত
মানবাধিকার সংগঠনের মামারা, মানবাধিকার লঙ্গনের সীমারেখা কতটুকু জানালে উপকৃত হতাম। ভাগিনাদের হক আছে নানার বাড়ীর অধিকারে। অধিকার আদায়ে রাস্তায় বেরোলে মামলা নাশকতা কাজে লিপ্ত বলে এবং চেংদোলা করে পুলিশ ভাইয়েরা উত্তম মধ্যম দিয়ে লালঘরে পাঠায়। অন্যায় করলে বলা যায়না, প্রতিবাদ করা যায়না, লেখা যায়না দলীয় ক্যাডারদের রোষানলে পড়ে আল্লার দেয়া জানটা খোয়া যায় অথবা জেলের ঘানি টানতে হয় বলে। আইনানুগভাবে বাড়ীতে থাকা যাবেনা যত তারা তত ধারার ফাকফোকরে উচ্ছেদ অভিযানে।
র্যাব চাচারা আছেন ক্রস ফায়র কানেকশনের মতলবে। চাল ডাল তেল নুন দাম সেন্ডিকেট বড় ভাইরা দখলে নিয়েছে। বিদ্যুত গ্যাস পানি পাওয়া চাঁদ পাওয়া সমতুল্য। চাকুরীতো গেলো সরকার মহোদয়ের খাস লোকদের কব্জায়। যে গল্পের শেষ নেই সে গল্পের ইতি টানার কাজতো মানবাধিকার সংগঠনের মামারা নিয়েছেন।
কই মামারা আপনাদেরকেতো বাটি চালা দিয়ে অাকাশে জমিনে পাতালে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আপনারা কি এখন একাজকারবার ছেড়ে দিয়েছেন? জানাবেন দয়া করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।