সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই
যারা র্যাপিডশেয়ার এ আপলোড করেন এবং ডাউনলোড করেন, তারা ভালো ভাবেই জেনে গেছেন র্যাপিডশেয়ার এর নতুন পলিসি।
যারা জানেন না তারা এখানে দেখুন
আমি র্যাপিডশেয়ার এ নিয়মিত আপলোড করি, তাই নতুন একটা ফাইলহোস্ট দরকার ছিলো কারন র্যাপিডশেয়ার এর নতুন পলিসিতে আর আপলোড করে প্রিমিয়াম একাউন্ট রক্ষা করা দূরুহ ব্যাপার। তাই হটফাইল কে বেছে নিচ্ছি। ( যদিও যে পয়েন্ট আছে তাতে আরো ৬ মাস চলবে )
হটফাইলে প্রিমিয়াম একাউন্ট বানাতে হলে সেখানে ফাইল আপলোড করতে হবে এবং সেটা বিভিন্ন সাইট এ পোস্ট করতে হবে। যাদের স্পিড ভালো তারা সহজেই পারবেন কিন্তু যাদের স্পিড তুলনামূলক কম, তাদের জন্য হটফাইলে এফ টি পি আপলোড এর সুযোগ রয়েছে ( যাদের স্পিড ভালো তারাউ করতে পারবেন)
এজন্য আপনাকে করতে হবে,
১।
হটফাইল এ ফ্রি একটি একাউন্ট খুলুন এখানে থেকে
২। একটি এফ টি পি ক্লায়েন্ট ডাউনলোড করুন এখান থেকে করে নিন
৩। এফ টি পি ক্লায়েন্ট টি ওপেন করুন
৪। এখন নিম্নোক্ত ডাটা গুলি দিন
Host: ftp.hotfile.com
Usename: your hotfile username
Password: your hotfile password
Port: leave empty
নিচের ছবিটি দেখুন
এখন যে ফাইল আপলোড করতে চান সেটি সিলেক্ট করে আপলোড দিলেই আপনার হটফাইল একাউন্ট ওয়ে চলে যাবে। উল্লেক্ষ যে, এই ভাবে আপনি নরমাল আপলোড স্পিড এর চেয়ে বেসি স্পিড পাবেন, মানে আপনার পুরো আপলোড স্পিড তাই পাবেন।
সাধারানত ওয়েব থেকে আপ্লোড করতে গেলে পুরা আপলোড স্পিড পাউয়া যায় না।
ভালো লাগলে বলবেন, না লাগলেউ বলবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।