আমার মাঝে একজন কবিকে আমি লালন করি
ব্রাজিল আউট শব্দটা শুনতেই খারাপ লাগে। তারপরও বাস্তবতা হল ব্রাজিল বিশ্বকাপের বাইরে এখন।
ব্রাজিলের পদাঙ্ক অনুসরণ করল আফ্রিকার একমাত্র প্রতিনিধি ঘানা। দিনের অপর খেলায় বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বিদায় নিল ব্ল্যাক স্টাররা।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য জিতার কথা ছিল ঘানারই।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে ফোরলানের চমৎকার ফ্রি কিকে ১-১ সমতা। ৯০ মিনিটের খেলা শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে।
কিন্তু অতিরিক্ত সময়ের ১২০ তম মিনিটে আসে আসল নাটকীয়তা। ঘানার মূহুর্মুহু আক্রমণে নিজেদের নিশ্চিত গোল রক্ষা করতে হাত দিয়ে গোল লাইন থেকে বল সরিয়ে লাল কার্ড দেখে সুয়ারেজ।
পেনাল্টি। পেনাল্টি। পেনাল্টি।
আসামোয়া জিয়ানের কান্ডজ্ঞানহীন পেনাল্টি শট উরুগুয়েকে শুধু আশা জাগায় নি তারা জয় করেছে ম্যাচ , অর্জন করেছে সেমির টিকিট।
দেখা যাক কী জাদু রেখেছে উরুগুয়ে সেমিতে।
পারবে কি তারা ৩য় শিরোপা ঘরে তুলতে???
নাকি ব্রাজিলকে বাড়ি পাঠানো ডাচরা বিদায় দিবে আরেক ল্যাটিন দলকে????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।