মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্রটির মালিক আমরা এখানে সবাই, কিন্তু কয়জন চেষ্টা করি এটার সঠিক ব্যবহার-প্রণালী সংগ্রহ করার এবং তা ব্যবহার করার !
২০০১ সালে ব্রাজিলের জনপ্রিয় পত্রিকা Folha de São Paulo ২০০ র বেশি সাংবাদিক, সংগীত শিল্পী ও সংস্কৃতির সাথে জড়িত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে একটি জরিপ চালিয়ে ছিল, ব্রাজিলের সর্বকালের সেরা গানটি নির্ণয় করার জন্য।ভোটারদের বলা হয়েছিল, গানের সুর, কথা, ঐতিহাসিক তাৎপর্য বা সেন্টিমেন্টাল ভ্যালু কোনটাকেই উপেক্ষা না করতে |
সেই জরিপে সবচেয়ে জনপ্রিয় সুরকার হিসেবে প্রথম স্থানটি দখল করেছিলেন, সবার প্রিয় Tom Jobim | সেরা ১০ টি গানের তালিকায় Tom Jobim এরই গান আছে ৭ টি |
সুরকার Chico Buarque de Hollanda পেয়ে ছিলেন Tom Jobim এর সমান ভোট | Jorge Ben দ্বিতীয়, Caetano Veloso এবং Vinicius de Moraes যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান পেয়ে ছিলেন |
ব্রাজিলের সেরা ১০ টি গানের তালিকা (২০০১ সাল পর্যন্ত)
১ম . "Águas de Março" - Tom Jobim
২য় . "Construção" - Chico Buarque
৩য় . "Chega de Saudade" - Tom Jobim &Vinicius de Moraes
৪র্থ . "Carinhoso" - Pixinguinha & João de Barro
৫ম ."Aquarela do Brasil" - Ary Barroso
৬ষ্ঠ . "Detalhes" - Roberto Carlos & Erasmo Carlos
"Retrato em Branco e Preto" - Tom Jobim & Chico Buarque
"As Rosas Não Falam" - Cartola
৭ম . "Asa Branca" - Luiz Gonzaga & Humberto Teixeira
"Domingo no Parque" - Gilberto Gil
"Garota de Ipanema" - Tom Jobim & Vinicius de Moraes
৮ম . "Mas Que Nada" - Jorge Ben
"Sua Estupidez" - Roberto Carlos & Erasmo Carlos
৯ম . "Baby" - Caetano Veloso
"Corcovado" - Tom Jobim
"Desafinado" - Tom Jobim & Newton Mendonça
"Panis et Circencis" - Caetano Veloso & Gilberto Gil
"Pérola Negra" - Luiz Melodia
"Três Apitos" - Noel Rosa
"Tropicália" - Caetano Veloso
১০ম . "Beactress" - Edu Lobo & Chico Buarque
"Dora" - Dorival Caymmi
"Eu e a Brisa" - Johnny Alf
"O Homem da Gravata Florida" - Jorge Ben
"Inútil" - Roger Moreira
"Ouro de Tolo" - Raul Seixas
"Wave (Vou Te Contar)" - Tom Jobim
"Águas de Março" গানটি সবচেয়ে ভাল লাগে শুনতে ব্রাজিলিয়ানদের সবচেয়ে প্রিয় গায়িকা Elis Regina র কণ্ঠে | Elis Regina র জীবন এত বর্ণিল যে, তাঁকে বুঝতে হলে অন্য একটা প্রতিবেদন লিখতে হবে |
গানটির আক্ষরিক অনুবাদ অনেক খোঁজার পর পেয়েছি | Tom Jobim তাঁর এই গানটির অনুবাদ নিজেই ইংরেজীতে করেছিলেন | ব্রাজিলে হেমন্ত কাল মার্চ মাসে পড়ে, উত্তর গোলার্ধে আসে তখন বসন্ত কাল | ইংরেজীতে অনুবাদ করার সময় তাই তিনি সে অনুযায়ী গানের কিছু কথা পরিবর্তন করেছিলেন | এখানে আক্ষরিক অনুবাদটি দেয়া হল | Tom Jobim এর করা ইংরেজী অনুবাদ সহজেই নেটে পাওয়া যায়, তাই সেটা এখানে দিলাম না |
Waters of March
A stick, a stone,
It's the end of the road,
It's the rest of a stump,
It's a little alone
It's a sliver of glass,
It is life, it's the sun,
It is night, it is death,
It's a trap, it's a gun
The oak when it blooms,
A fox in the brush,
A knot in the wood,
The song of a thrush
The wood of the wind,
A cliff, a fall,
A scratch, a lump,
It is nothing at all
It's the wind blowing free,
It's the end of the slope,
It's a beam, it's a void,
It's a hunch, it's a hope
And the river bank talks
of the waters of March,
It's the end of the strain,
The joy in your heart
The foot, the ground,
The flesh and the bone,
The beat of the road,
A slingshot's stone
A fish, a flash,
A silvery glow,
A fight, a bet,
The range of a bow
The bed of the well,
The end of the line,
The dismay in the face,
It's a loss, it's a find
A spear, a spike,
A point, a nail,
A drip, a drop,
The end of the tale
A truckload of bricks
in the soft morning light,
The shot of a gun
in the dead of the night
A mile, a must,
A thrust, a bump,
It's a girl, it's a rhyme,
It's a cold, it's the mumps
The plan of the house,
The body in bed,
And the car that got stuck,
It's the mud, it's the mud
Afloat, adrift,
A flight, a wing,
A hawk, a quail,
The promise of spring
And the riverbank talks
of the waters of March,
It's the promise of life
It's the joy in your heart
A stick, a stone,
It's the end of the road
It's the rest of a stump,
It's a little alone
A snake, a stick,
It is John, it is Joe,
It's a thorn in your hand
and a cut in your toe
A point, a grain,
A bee, a bite,
A blink, a buzzard,
A sudden stroke of night
A pin, a needle,
A sting, a pain,
A snail, a riddle,
A wasp, a stain
A pass in the mountains,
A horse and a mule,
In the distance the shelves
rode three shadows of blue
And the riverbank talks
of the waters of March,
It's the promise of life
in your heart, in your heart
A stick, a stone,
The end of the road,
The rest of a stump,
A lonesome road
A sliver of glass,
A life, the sun,
A knife, a death,
The end of the run
And the riverbank talks
of the waters of March,
It's the end of all strain,
It's the joy in your heart.
২০০১ সালের পর আরও কয়েকটা অসাধারণ গান প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যে থেকে আমার পছন্দের কয়েকটি গান এখানে দিচ্ছি ।
মারিয়া হিতা (Maria Rita) ২০০৬ সালে Caminho Das Águas গানটি গেয়ে ব্রাজিলের বর্ষসেরা শিল্পী হন | Maria Rita, Elis Regina র মেয়ে | সবাই মারিয়াকে নিয়ে খুব আশাবাদী, তাঁর মায়ের অকাল মৃত্যুতে তৈরি হওয়া শূণ্যস্থানটি তিনি হয়তো পূরণ করতে পারবেন |
Caminho Das Águas
Tá perdoado
Conversa de Botequim (Som Brasil)
Daniela Mercury র কণ্ঠ একবার শুনেই তার প্রেমে পরেছি | কণ্ঠে আছে অন্যরকম এক উদ্যম (অন্যকোন শব্দ এই মুহুর্তে মনে পরছে না!!) |
Vanessa da Mata র কথা না উল্লেখ না করলে অন্যায় হবে | Ainda bem খুব প্রিয় গান আমার |
আরও অনেক ভাল ভাল শিল্পী বাদ পরে গেল, পরে তাদের কে নিয়ে আরেকটি পোস্ট দিব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।