আসসালামু আলাইকুম।
আমার গত টিউন ছিল Android এর Miss Call নোটিফিকেশান না যাওয়ার সমস্যার সমাধান (মিনি টিউন)…... ।
আজ আমি আপনাদের দেখাবো Android Gallery থেকে কিভাবে picasa Album রিমুভ করবেন ।
উপরের ছবিতে লাল রঙ্গয়ের মার্ক করা অ্যালবাম গুলো পিকাসা অ্যালবাম।
প্রথম দিন যখন আমি আমার Samsung S Duos মোবাইলে ইন্টারনেট অ্যাক্টিভ ও আমার গুগল অ্যাকাউন্ট যোগ করি, কিছুক্ষন পরেই দেখি আমার গ্যালারিতে জিমেইল অ্যাকাউন্ট এর ছবি চলে এসেছে।
একটি অ্যালবামে আসলে না হয় কোন কথা ছিল, কিন্তু দেখি বেশ কয়েকটি পিকাসা অ্যালবাম যোগ হয়েছে আমার গ্যালারিতে। আমার কাছে এই অ্যালবামগুলো বিরক্তিকর মনে হল। তাই আমি ডিলিট করতে গেলাম। কিন্তু হায়! কিছুতেই ডিলিট করতে পারছিলাম না। পরে অনেক কষ্টে নেট ঘাটাঘাটি করে এর সমাধান পেয়েছি এবং ভাবলাম আমার মত যদি আপনাদের কারও এই সমস্যা হয়ে থাকে যাদের পিকাসা অ্যালবাম পছন্দ নয় ও ডিলিট করতে চাচ্ছেন, তাদের হয়ত এই টিউনটি সাহায্য করতে পারবে।
১. প্রথমে আপনার সেটিং এ যান এবং 'Account and Sync' তে ঢুকুন (উপরের চিত্রের মত) ।
২. 'Account and Sync' অপশন Enable করে দিন (উপরের চিত্রের মত), এবার আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকুন ।
৩. জিমেইল অ্যাকাউন্টে ঢুকার পর সবার নিচে দেখবেন একটা লেখা আছে ' Sync Picasa Web album' এটাকে আনমার্ক করুন (উপরের চিত্রের মত) ( বিঃদ্রঃ ২ নং ধাপটি না করলে আপনি টিক/আনটিক করার অপশন পাবেন না) ।
৪. এবার সেটিং থেকে 'Application Manager' তে ঢুকুন (উপরের চিত্রের মত) ।
৫. এখন 'All' ট্যাবে ক্লিক করুন এবং 'Gallery' খুঁজুন।
Gallery পেলে তার মধ্যে ঢুকুন (উপরের চিত্রের মত) ।
৬. এবার সর্বশেষ 'Clear data' তে ক্লিক করুন এবং সেটিং থেকে বের হয়ে আসুন (উপরের চিত্রের মত) ।
৭. এখন গ্যালারিতে ঢুকলে দেখবেন আপনার সেই পিসাকা অ্যালবাম আর নেই (উপরের চিত্রের মত) । যদি থেকে থাকে তাহলে ফোনটি একবার restart করে নিন।
(বিঃদ্রঃ 'Clear data' দেওয়ার পর প্রথম যখন আপনি যখন আপনার গ্যালারিতে প্রবেশ করবেন তখন আপনার গ্যালারি নতুন করে ছবি/ভিডিও রিফ্রেশ করে add করবে।
তাই আপনার মেমোরি / ফোনে যদি বেশি পরিমাণ ছবি/ভিডিও থেকে থাকে তাহলে প্রথমবার লোড নিতে কিছুটা সময় লাগবে, আর কম পরিমাণ হলে দ্রুত লোড নিবে।
সমস্যা এবং সমাধান Samsung S Duos দ্বারা ।
টিউন টিতে কোন প্রকার ভুলত্রুটি থাকলে, তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আল্লাহ্ হাফেজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।