চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। একটা লজিক্যাল ধাধা জিগ্ঞাস করি? মনে করি কেউ একজন এমন একটা দ্বীপ এ গেল সেখানের উত্তর দিকে বসবাস করা সবাই সব সময় মিথ্যা কথা বলে। আর সেখানের দক্ষিন দিকে বসবাস করা সবাই সব সময় সত্য কথা বলে। এখন ঐ লোক যদি দিক ভুল করে যদি ঐ দ্বীপের উত্তর বা দক্ষিন দিকের যে কোন জায়গাতে যেয়ে যদি কোন লোককে জিগ্ঞাস করে, সে কোন দিকে আছে তবে সব সময় কি উত্তর পাবে? কেন ঐ উত্তরটি ই পাবে, অন্য উত্তর পাবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।