ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস
এইরকম জঘন্য খেললে হারাই উচিত। আমি ব্রাজিলের সাপোর্টার। কিন্তু আজকের খেলা দেখে পিটাতে ইচ্ছা করছে খেলোয়াড় দের। এক গোলে এগিয়ে থেকে ম্যাচ হারলে ফালতু তর্ক করতে ইচ্ছা করবে না ব্রাজিলের হয়ে। নেদারল্যান্ড ৭৪ এর প্রতিশোধ টা নিল।
২য় অর্ধে মনে হইছে, ব্রাজিল না, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলা দেখতেছি।
তারউপর মেজাজ ঠিক রাখতে পারে নি কেউ ই। রবিনহোর মেজাজ ভাল্লাগেনি। এতো মেজাজ নিয়ে গোল শোধ করা যায় না। কাকা, ফ্যাবিয়ানো .. ধুস ... আর কি বলব।
ফ্যাবিয়ানো যদি একটা বল ্ও ধরতে পারত। মনে কোনো কষ্ট নাই ।
ভালো খেলে হারলে কোনো দুঃখ থাকত না । ব্রাজিল খারাপ খেলে হারছে, এইজন্যই মেজাজ খারাপ। যাইহোক, আর্জেন্টিার সাপোর্টার রা, ভাই কাটা ঘায়ে আর নুনের ছিটা দিয়েন না ।
আর আমার পোস্টে আমি কোনো দাম্ভিক সাপোর্টারের ভূমিকায় অবর্তীর্ণ হই নি। আর যদি কিছু বলতে চান বলতে পারেন । মুখ লুকানো সাপোর্টার আমি না । হারছি। নেদারল্যান্ড যোগ্য ।
তারা ভালো খেলছে। জিতছে। ্ওইরকম, যদি দ্বিতীয়ার্ধে উল্টাপাল্টা খেলে তাইলে হারবেই তো । কোনো সমবেদনা নাই। আগের ম্যাচ এ যা খেলছে এই ম্যাচে তা্ও খেলে নি।
বোঝা উচিত ছিল , হল্যান্ড বাছাই পর্ব থেকে এখন পর্যন্ত আনবিটেন। এতো সহজ মনে করে নিলে তো হারাই উচিত ব্রাজিলের। আর ৩০ মিনিট টাইমে গোল পরিশোধ না করতে পাররে তো সেটার পক্ষে কোনো যুক্তি খাটে না। এটলিস্ট ব্রাজিলের মতো একটা টিমের কাছ থেকে।
যাই হোক ।
আর কোনো আপসেট দেখতে চাই না । মন থেকে চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। আর্জেন্টিনা টা গেলে বিশ্বকাপ টাই ম্যাড়মেড়ে হয়ে যাবে। সরি ফর ব্রাজিল। উইশ ফর আর্জেন্টিনা।
তোমরাই এখন্ও যোগ্য হিসেবে টিকে আছো। বিশ্বকাপ টা তোমাদের হোক। এগিয়ে যাও। আর কোনো সাপোর্টার এর কথা জানি না । এজ এ ব্রাজিল সাপোর্টার নাউ বেস্ট উইশ ফর আর্জেন্টিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।