আসলান
সর্বপ্রথম বলতে হয়- আমি কেন অ্যান্টি ব্রাজিল ,যদিও আমি লাতিন স্টাইলের ফুটবলের পূজারি ?
এর কারণ একটাই, ডেঙ্গু আক্রান্ত ব্রাজিলের আমি ঘোরতর বিরোধি।
ডেঙ্গুর ভূলসমূহ-
১। সাম্বা স্টাইল বাদ দিয়ে ইউরোপিয়ান কাউন্টার এ্যাটাক নির্ভর স্টাইলের অনুকরণ।
যা কিনা লাতিন আমেরিকান টিম হিসেবে খুবই আশাহতকর ব্যাপার।
২।
রোনালদিনহো, পাতো, দিয়েগো দের মত প্লেয়ারদের উপেক্ষা। কাকা, রবিনহো ছাড়া আর কোন ফ্লেয়ার প্লেয়ার দলে ছিল না। সে ক্ষেত্রে রোনালদিনহো বা দিয়েগো কাজে আসতে পারত।
৩। লুইস ফাবিয়ানোর উপর অতিরিক্ত ভরসা।
এ ক্ষেত্রে পাতো বা আদ্রিয়ানো দলে বাড়তি ভ্যারিয়েশন আনতে পারত।
আজকের ম্যাচে, ব্রাজিলের সবচেয়ে বড় ভূল ছিল রোবেন কে অতিমাত্রায় মার্কিং এ রাখার চেষ্টা। যার ফল তারা লাল কার্ডের মাধ্যমেই উপলব্ধি করতে পেরেছে। এই ম্যাচে রোবেন সবচেয়ে বেশী ফাউলের শিকার হয়েছে। আমি বলব সে তার ড্রিবলিং এর মাধ্যমে ফাউলগুলো অর্জন করে নিয়েছে।
পারফর্মেন্সে ওয়েসলি স্নাইডার তার দূর্দান্ত প্লেমেকিং এর মাধ্যমে কাকাকে ছাপিয়ে গেছে।
আমি আমার ঘনিষ্ঠ ব্রাজিল সাপোর্টিং ভ্রাতাদের বলে যাচ্ছিলাম যে একদিন ডেঙ্গু আক্রান্ত ব্রাজিলিয়ান সাম্বা রোনালদিনহো, পাতো, দিয়েগো, আদ্রিয়ানো দের মিস করবে।
ব্রাজিলকে নিজের ঘরে ২০১৪ এর বিশ্বকাপ জিততে হলে ডেঙ্গুকে ঝেরে ফেলে, সাম্বা স্টাইল পুন: প্রতিষ্ঠিত করতে হবে। আর না হলে নিজের ঘরে ২০১৪ এর বিশ্বকাপে এইবারের মতই ব্যার্থ হতে হবে।
যেটা ব্রাজিলের স্বভাবজাত খেলার স্টাইল নয় সেটাই ডেঙ্গু এই ব্রাজিলকে খেলাতে চাইছিল।
ডেঙ্গুর জন্য আমার আসলেই আজ দু:খ হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।