রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
বাংলাদেশে মসজিদের সংখ্যা মনে হয় সবচেয়ে বেশি। আর ঢাকা হল সমজিদের শহর। যা হোক আমার জিজ্ঞাসা হল, এই সমজিদে মাইক বা শব্দ দুষণকারী হর্ণ ব্যবহারের ইসলামিক ব্যাখ্যা বা যুক্তি বা মাসালা কি?
২য় জিজ্ঞাসা হল, মিনার/মিম্বার থাকা সত্বেও মুয়াজ্জিন কেন মসজিদের কেন্দ্রে খুতবা পড়ার জায়গা থেকে বা ভেতরে প্রথম কাতারে দাঁড়িয়ে আযান দেয় কেন? আসল নিয়ম কি?
কিছু দিন হল আমার এলাকায় নতুন মসজিদ হয়েছে। ১ কিমি এর মধ্যে এ নিয়ে মোট ৪ টি সমজিদ হল।
কম করে হলেও প্রতিটিতে ৪০০ লোক নামাজ পড়তে পারে। অথচ এখানে ১০০০ মুসলমান নামাযী আছে কিনা সন্দেহ।
এত জোড়ে সাউন্ড হয় যে, সব এক সাথে আযান দেয়া শুরু করলে কোনটাই ঠিকমত শোনা যায় না। মনে হয় মুয়াজ্জিনদের মধ্যে প্রতিযোগিতা চলে। এরা আযান দেয়া শুরু করলে ছোট বাচ্চারা ঘুমের মধ্যে থেকে কেঁদে ওঠে।
আমার মাঝে মাঝে মাথার মধ্যে ঢিব ঢিব করে। ইদানিং এদের যন্ত্রনায় আযানের উপর বিতৃষ্ণা জন্মাচ্ছে। কিন্তু এ দোষ কার? আমার নাকি এই পরিস্থিতি সৃষ্টিকারীর?
এই এলাকা ২০০ হিন্দু পরিবারও আছে। এরা মুখ বুজে থাকে। আমি যতদূর জানি, ইসলাম ধর্মে এরকম নির্দেশ এসেছে -- "তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না।
লক্ষ্য রাখবে যাতে তোমার ধর্মীয় আচরণে তোমার বিধর্মী প্রতিবেশীর কষ্ট না হয়। "
আমার জ্ঞান খুবই সিমীত। আশাকরি পাঠকরা আমার ভুল ভাঙ্গাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।