আমাদের কথা খুঁজে নিন

   

আযানের ধ্বনী যেন আমায় ডাকে ঐ মসজিদ পানে

পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

মধু্র আযান আযানের ও ধ্বনী আমার কর্ণে মধুর লাগে, ঘুম থেকে তাই মনটা আমার ভোর বেলাতে জাগে। খুশু-খুজুর সহিত আমি রাস্তা দিয়ে হাটি, হাতে থাকে শুধু যে আমার জায়নামাযের পাটি। মসজিদ পানে যাই যে আমি পরকালের ও ভয়ে , কঠিন আযাব রয়েছে যেন কবরের ভিতরে ।। গাফুরুর রাহিম নামটি ধরে ডাকি বারে বার, শেষ বিচারের দিনে প্রভু আমায় করো পার। আমায় প্রভু করো দয়া তুমি যেন থাকি সরল পথে, না যেন হই বিপদগামী, রেখো মোরে হেফাজতে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।