আমাদের কথা খুঁজে নিন

   

আযানের প্রতিযোগীতা

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

আমাদের এলাকার একটি গলিতে হয়ত তিন হাজার এর মত লোক বসবাস করে। গলিরে ভিতর দুইটা মসজিদ। কিন্তু এলাকার সবচেয়ে বড় মসজিদে গলির শেষ মাথা দিয়ে যেতে তিন চার মিনিটের বেশি সময় লাগেনা । তারপর ও এই দুইটা মসজিদ তৈরীকরা হয়েছে।

আধিকাংশ সময় মসজিদে নামাজ পরতে আসে দশ থেকে পনের জন(জুম্মা বাদে)। সম্প্রতি এদের একটা মসজিদ প্রমান করল ছোট মরিচে ঝাল বেশী। মসজিদের পাসের একটা পাচতলা বিল্ডিং এর ছাদের পাল্লা দিয়ে এলাকার সবচেয়ে পাওয়ার ফুল মাইক বসিয়েছে। ফলে আমরা যারা বসবাস করি এর আশে পাশে যখন আজান শেষ হয় তখন মনে হয় বয়রা হয়ে গেছি। ধর্মীয় ব্যাপার বলে কেউ কথাও বেলেনা।

পাল্লা দিয়ে এধরনের মাইকিং কতটুকো যুক্তি সম্পন্ন আর কত টুকো শরীয়ত মোতাবেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।