আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথন – ৪

আমি বিশ্বাস করি ... .. .

2nd july,10 0024 আজ সকালেও মনটা বেশ খারাপ ছিল । আগে গতদিনের বর্ণনা দিই । গতকাল বেশ ভালই কেটেছে । খারাপ যায়নি ! গতকাল খুব করে দুয়া করছিলাম যেন অন্তত বের হবার আগে বৃষ্টি নাহয় । বৃষ্টি হয় নি , কিন্তু চড়া রোদ উঠেছিল ।

আর প্রচণ্ড গরম । বৃষ্টি না হবার দুয়া করে যেন ফাঁদেই পড়ে গেলাম । কারণ গরম আমার সহ্য হয়না । একটূ গরমেই আমার হাঁসফাস শুরু হয়ে যায় । বৃষ্টি চাইনি , কারণ বৃষ্টি হলে বাইরে বের হওয়াটা একটা সমস্যা ।

বৃষ্টি থেকে বেঁচেছি । কিন্তু শ্যাওড়াপাড়াতে আবার মারামারি বেধে গেল । রাস্তা বন্ধ । অবশ্য সেটাও শেষ পর্যন্ত বড় কোন সমস্যা হয়ে দাঁড়ায়নি । গতকাল bus এ উঠতে বেশ ঝামেলাই হয়েছে ।

শ্যাওড়াপাড়ার রাস্তা বন্ধু । মিরপুর রোডে জ্যাম । bus এ প্রচন্ড ভীড় । ওই ভীড়েই কষ্ট করে উঠলাম । ধীরে ধীরে bus এগোতে থাকল ।

যখন গন্তব্যে পৌঁছলাম তখন ঘামে পুরোপুরি ভিজে গেছি । আরেকবার গোছল করার দরকার ! গতকাল plan ছিল movie দেখার । star Cineplex এ । এটা ছাড়া ঢাকাতে আর কোন ভালো cinema hall নেইও । ০১.৩০ এর show ।

বন্ধুদের সাথে একসাথে দেখব । কিন্তু সবাই আসতে বেশ দেরি করল । শেষমেশ ৪.৩০ এর show দেখলাম । মনে মনে বিশেষ একজন বন্ধুকে আশা করছিলাম । শেষ মুহুর্তে সেও এল ।

Movie দেখলাম । fast and the furious 4 । যদিও আগে দেখেছি একবার । এখানে তো কোন movie পুরোন না হলে আসে না ! তাও ভাগ্য ভালো movieটার অনেক অংশই মনে ছিল না । মজা পেয়েছি ।

আর বড় পর্দায় দেখবার একটা মজাতো আছেই । তারপর এক বন্ধু mobile set কিনল । এর জন্য বেশ অনেকটা সময় ঘুরলাম । ঘুরে ঘুরে বেশ ক্লান্ত লাগছিল । café তে বসলাম ।

সেখানে বসেই অনেক কথা হল নিজেদের মধ্যে । এরপরই আমার মন খারাপ হল । সেটা আজ সকালেও ছিল । এখনো আছে । আজ ঘুম থেকে উঠে দেখি ১২ টার কিছু বেশি বাজে ।

ভালো লাগছিল না । বের হয়ে গেলাম বাসা থেকে । আমার এক বন্ধু academy থেকে আজই এসছে ছুটিতে । তার সাথে দেখা করতে গেলাম । সে আবার এসেই গেছে তাবলীগে ।

অল্প সমই তার সাথে কথা হল । ঠিক করলাম কাল যে মসজিদে তাবলীগে থাকছে সেখানেই আমরা বন্ধুরা জুম্মার নামাজ পড়ব । এরপর আরেকজনকে নিয়ে ঘুরলাম খানিক্ষণ । আড্ডা হল । তারপর বাসা ।

নিজের কথা কাউকে বলতে ইচ্ছে করে । কিন্তু সব কথা সবাইকে বলা যায়না । কাকে বলব ? কেউ যখন নেই তখন্ থাক না । কাউকে বলবার দরকারই বা কি ? কি করব বুঝে উঠতে পারছিনা । আমি কখনো সুযোগ নেয়াটা পছন্দ করি না ।

কিত্নু আর কোন উপায় যদি না থাকে ? অন্যভাবে দেখলে এখন আমি পারি সাহায্য করতে । কি সে কি আমার সাহায্য চায় ? না চাইলে আমি কিভাবে যাব ? I’m willing to help . but I just don’t have the courage to say it । হাস্যকর ? অর্থহীন ? Who ever knows ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।