আমাদের কথা খুঁজে নিন

   

আত্মকথন



১২/১০/২০০৯ ১ ভেতরে রোদের অসুখ; কতদিন রোদ দেখি না! রোদ কোন বোধের জন্ম দেয় কি? যেমন পাপের জন্ম দেয় আঁধার- আচ্ছা এমন কি হতে পারে: আজন্ম জেগে আছি- অথচ ঘুমাইনি, খাইনি, চোখ খুলে দেখিওনি; করোটির ভেতর কোন চিন্তা নেই স্বপ্ন নেই পাপ নেই। মূলত: পাপ কি? আস্ত জীবন কেটে কুটে খেয়ে ফেললে পাপ হয় না- আর মানুষ দেখলেই পাপ! ফু আলতো ভাবে ছুঁয়ে দিলেও ফুরিয়ে যেতে পারে- ফু মেঘের কাছে আকাশ এলেও হারিয়ে যেতে পারে- বেশ তাহলে নিরাপদ দূরত্বে থেকেই ঘুম ঘুম খেলি‍? ২ স্ফুলিঙ্গ আগুন হতে পারে- রাত্রি ঘন হয়ে এলেও ঘুম না এলে জোনাকীর আলোয় মেলে ধরা যায় নখ; নখে আমরা জীবন আঁকি; ৩ সেনা সদস্যেটির দিকে এক মুঠো বাদাম এগিয়ে দিয়ে হেসে হেসে বল্লাম- আমি বিডিআর জোয়ান। সেনা সদস্যটি আমাকে চোখ দিয়ে পুড়িয়ে ফেলল। আমি আত্মহত্যা করলাম। ৪ বাবার নামের সাথে কালা রফিকের বাবার নাম মিলে যাওয়ায় আইন রক্ষক আমাকে গ্রেফতার করল: আমি 'আদালত' শব্দটি শোনার আগেই 'ক্রসফায়ার' শব্দটি শিখলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।