আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্র্যাজেডির দুটি ঘটনা এবং মানবিকতা কাকে বলে

*সেনাবাহিনীর একজন সিপাহী ৫ জনকে উদ্ধার করে ভিতরে থাকা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়েন, বের হয়ে আসছেন এমন সময় তার হাত চেপে ধরে একজন মানুষ '' ভাই আমাকে বাচান'' , সিপাহীটি নিজেই পারছিলেননা শ্বাস নিতে, ''আপু আমাকে মাফ করেন,আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় দেন আমি আবার আসতেছি'' সিপাহীটিকে সুস্থ করার সব পদক্ষেপ নিতে থাকেন ডাক্তার ও ইন্টার্নরা, অচেতন থেকেই প্রলাপ বকতে থাকে সে '' আমি কথা দিয়ে আসছি ওই আপুকে। আমাকে ছাড়েন আপনারা'' তার অবস্থা বেগতিক থাকায় তাকে ডাক্তাররা অনেক বুঝিয়ে দমিয়ে রাখেন। *একজন লোককে উদ্ধার করে আনতে না আনতেই সে স্ট্রেচার হতে লাফ দিয়ে পড়ে, বলে ওঠে ''আমি ছাড়া আরো দুইজন ওইখানে আটকা পড়ে আছে, জায়গাটা আমি ছাড়া কেউ চিনবোনা, আমারে একবার যাইতে দেন আপা, তারা বাইচা আসে, আমি চিকন মানুষ, আমি পারুম ঢুকতে... *সর্বস্তরের মানুষ কাধে আজ মিলিয়েছে কাধ, আমরা এমন এক জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, ১৬ কোটি মানুষস্রেফ গুটিকয়েক কুত্তার বাচ্চার জন্য ভুল পথে হাটতে বাধ্য হয়, এই রাজনীতি আমাদের শেষ করে দিল, রানার মত হারামীরা এই ধরনের দুঃসাহস কই পায়? সবাই এত রক্ত পিপাসু কেন? রাজনৈতিক স্বার্থ ছাড়া আর কি কোন স্বার্থ নাই। সরকারই বা কেন এত নির্লজ্জ? কারটেসিঃ শাপলা চত্বর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।