আমি বাসায় নেট খুব একটা ইউজ করিনা। শুধু ইমেইল চেক করা এবং ২/১টা ওয়েবসাইট ঢু মারা। তাই গ্রামীণ এর P6 প্যাকেজটা ইউজ করি যার জন্য ৩৪৫ টাকা দিতে হয় মাসে। কিন্তু সমস্যাটা হলো এটা মাসে মাসে রিনিউ করতে হয়। এর মেয়াদ যেদিন শেষ হয় সেদিন অটোমেটিক P1 প্যাকেজ চাল হয়ে যায়।
আর P1 প্যাকেজের চার্জ ভুক্তভোগী মাত্রই জানেন। আম প্রতিমাসই ১০০-৩০০ টাকা বিল আসে P1 প্যাকেজ ইউজ করার জন্য।
আমি আলাপ করে দেখেছি কোন ষ্ট্যান্ডিং অর্ডার এর ব্যবস্থা নেই। মানে এটি কনটিনিউ করতে হলে প্রতিবার মেয়াদ শেষ হবার আগে ফোন করে ফোন করে রিনিউ করে নিতে হয়। মনে না থাকলেই এভাবে বাশ খেতে হয়।
কেন এ সিষ্টেম? গ্রামীন ফোনের মতো একটি কোম্পানীর কাছে অটো রিনিউর ব্যবস্থা করার মতো টেকনোলজি নেই এটা আমি বশ্বাস করিনা। এটা মুলত করা হয় ওই কয়টা টাকা এক্সটা টাকা পাবার লোভে।
গ্রামীণফোনে চাকরী করা যেসব ব্লগার আছেন তারা দয়া করে নামে বেনামে হলেও কতৃপক্ষকে বিষয়টা বোঝান। এভাবে জালিয়াতি করে টাকা কামানোর নাম ব্যবসা নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।